সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি হয়রানির ঘটনা বেড়ে গেছে। অনেক সময় দেখা যায়, একজনের প্রোফাইল থেকে ছবি কপি করে ভুয়া আইডি তৈরি করছে কেউ। আর সেই আইডি দিয়ে করা হচ্ছে হয়রানি। বিশেষ করে নারীরা এমন হয়রানিতে পড়ছেন বেশি।
তাই প্রোফাইল ছবি রাখা উচিত এমনভাবে যাতে কেউ কপি করতে না পারে। আপনি চাইলে খুব সহজেই তা করতে পারেন!
ফেসবুকে লগইন করুন। তারপর ‘Photo Album’-এ যান। এখান থেকে ‘Profile Photo Album’-এ ক্লিক করুন। এবার প্রোফাইল ছবিগুলোর মাঝে যে ছবিটি কপি অযোগ্য করতে চান, সেটি ক্লিক করে এর Privacy অপশন থেকে ‘only me’ করে দিন।
হয়ে গেলো আপনার প্রোফাইল ছবিটি কপির অযোগ্য। চাইলে শুধু বন্ধুরা দেখতে পারবেন, কিংবা তারা ক্লিক করলে প্রোফাইল ছবি বড় হবে, এমন ব্যবস্থাও করা যাবে Privacy অপশন থেকে।