ছবি : সংগৃহীত
বেপরোয়া গতির কারণে মুন্সীগঞ্জে স্বাধীন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রীর গাড়ির ওপর পড়ে বলে পুলিশ জানিয়েছে। জেলার শ্রীনগর থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘স্বাধীন পরিবহনের এই বাসটি বেপরোয়া গতিতে অন্য একটি বাসকে ওভারটেক করলে বরযাত্রীদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।’
২২ নভেম্বর, শুক্রবার দুপুর ২টার দিকে শ্রীনগরের ষোলঘরে মাওয়াগামী স্বাধীন পরিবহনের যাত্রীবাহী বাসের সাথে ঢাকাগামী মাইক্রোর মুখোমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে নারী-শিশুসহ ১০ জন নিহত হয়।
নিহত ব্যক্তিরা হলেন- আবদুর রশিদ (৭০), নিপা আক্তার (২৪), তাবাসসুম আক্তার (৬), রেনু আক্তার (১০), মো. তাহসান (৫), কেরামত আলী (৭২), মফিদুল মোল্লা (৬০), মো. বিল্লাল (৪০), রুনা আকতার (২৪) ও জাহাঙ্গীর আলম (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে মাওয়ামুখী স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকামুখী বরযাত্রী বহরের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক শিশু ও দুই নারীসহ আটজন ঘটনাস্থলেই নিহত হন। পরে আহতদের মধ্যে দুইজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহতদের বেশিরভাগই মাইক্রোবাসের যাত্রী।