ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের দুগ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে তিনদিন ১৪৪ ধারা জারি করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদুল্লাহ এ ঘোষণা দিয়েছেন। গতকাল ২০ নভেম্বর, বুধবার রাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করে শহরে মাইকিং করা হয়।
জানা গেছে, টাঙ্গাইল-৩ আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানার বড় ভাই আমিনুর রহমান খান বাপ্পীর মৃত্যুবার্ষিকী পালনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে টাঙ্গাইল। ২০০৩ সালের ২১ নভেম্বর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক আমিনুর রহমান খান বাপ্পীকে নিজ বাড়ির সামনে হত্যা করে সন্ত্রাসীরা। তিনি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের বর্তমান এমপি আতাউর রহমান খানের ছেলে।
এদিন তাদের প্রতিপক্ষ পাল্টা কর্মসূচি ঘোষণা করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। যে কারণে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান, শহীদ মিনার, নিরালার মোড়, পুরাতন বাসস্ট্যান্ড ও বিভিন্ন প্রধান প্রধান সড়কের গুরুত্বপূর্ণ স্থান এবং আশেপাশের এলাকায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোর ৫টা থেকে শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হোসেন খান। তিনি জানান, একই দিনগুলোতে দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। যে কারণে শহরের গুরুত্বপূর্ণ স্থানে ৩ দিন ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই তিনদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই আদেশ পালিত হবে।
এদিকে ১৪৪ ধারা জারির পরপরই শহরের গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পাশাপাশি পুলিশি টহলও চলছে। সেই সাথে শহরের অধিকাংশ প্রবেশদ্বারে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।
বাংলা/এসএ