ছবি : বাংলা
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুরে হঠাৎ করেই লবণের দাম বৃদ্ধির গুজব ছড়িয়ে পড়ায় ক্রেতারা লবণ কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন দোকান গুলোতে। এ খবরে উপজেলায় সর্বত্রই লবণ কেনার হিড়িক পড়েছে। ১৯ নভেম্বর, মঙ্গলবার দুপুরের পর থেকে এ সংবাদ ছড়িয়ে পড়লে উপজেলার বিভিন্ন হাট-বাজারে লবণ কেনার জন্য দোকানে ভীড় করতে থাকে ক্রেতারা।
এক ধরনের মুনাফালোভী ব্যবসায়ী দোকান থেকে লবণ সরিয়ে ফেলে কৃত্রিম সংকট তৈরি করেন। এ পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন ও বণিক সমিতির পক্ষ থেকে মাইকিং করে গুজবে কান না দেয়ার জন্য প্রচারণা চালানো হয়।
উপজেলার বিভিন্ন হাট-বাজার গুলোতে খবর নিয়ে জানা গেছে, প্রতি কেজি আয়োডিনযুক্ত প্যাকেট লবণ ৭০ থেকে ৮০ টাকা ও খোলা লবণ ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি করা হচ্ছে। গুনাইগাছ ইউনিয়নের জুম্মাহাট বাজারের ক্রেতা মঞ্জু মিয়া বলেন, লবণ পাওয়া যাবে না, এমন কথা সবার কাছে শুনে ৭০ টাকা করে ৫ কেজি লবণ কিনেছি।
উলিপুর পৌর বাজারের সুজন সরকার বলেন, লবণের দোকানে মানুষের ভীড় দেখে আমিও ৩ কেজি ৭০ টাকা করে কিনলাম। গরু খামারী আশরাফ আলী বলেন, বাড়িতে ৫টি গরু আছে লবণ ছাড়া পানি খায়না, এমন চিন্তা করে আমিও ৬০ টাকা কেজি দরে ১০ কেজি খোলা লবণ কিনেছি। এদিকে হঠাৎ লবণের বাজার উর্দ্ধমূখী হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে উলিপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম মন্ডল বলেন, লবণের দাম বৃদ্ধির ধোয়াতুলে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী ফায়দা লুটছে। গুজবে কান না দেয়ার জন্য আমরা সকলকে অনুরোধ করছি।
উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের বলেন, এ মুহুর্তে লবণের কোন সংকট নেই। তাই দাম বৃদ্ধির কোন সম্ভবনা নেই। প্রশাসনের পক্ষ থেকে আমরা দাম নিয়ন্ত্রণে রাখার জন্য বাজার মনিটরিং করছি। একই সঙ্গে গুজবে কান না দেয়ার জন্য মাইকিং করা হচ্ছে।
বাংলা/এএএ