ছবি : সংগৃহীত
এমনিতেই বাবরি মসজিদ মামলার রায় নিয়ে ভারতের মুসলমান সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ। এরই মধ্যে দেশটির সরকার ও উচ্চ আদালতের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন দেশটির শিখ সম্প্রদায়ের সদস্যরা। বাবরি মসজিদ মামলার ঘোষিত পূর্ণাঙ্গ রায়ে শিখদের অপমান করা হয়েছে অভিযোগ তুলেছেন তারা।
গতকাল ১৫ নভেম্বর, শুক্রবার দেশটির বার্তা সংস্থা ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বাবরি মসজিদ সংক্রান্ত মামলার ঘোষিত রায়ে শিখদের ‘কাল্ট’ হিসেবে অভিহিত করার মাধ্যমে তাদের অপমান করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন সম্প্রদায়টির সদস্যরা। এরই মধ্যে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তারা।
বাবরি মসজিদের পূর্ণাঙ্গ রায়ে শিখদের উদ্দেশে ব্যবহৃত হয়েছে ‘কাল্ট’ শব্দটি, যার অর্থ দাঁড়ায় ভুয়া ধর্ম বা মিথ্যা বিশ্বাস। এতে অপমানিত বোধ করছেন শিখ ধর্মাবলম্বীরা। তারা ক্ষোভ প্রকাশ করে বলছেন, রায়ে এরকম ভাষা ব্যবহারের মাধ্যমে শিখদের ধর্মকে অবমাননা করেছে ভারতের শীর্ষ আদালত।
সম্প্রদায়ের নেতারা বলেন, ‘বিচারকদের বিবেক কাজে লাগানোর দরকার ছিল। দরকার হলে রায়ের আগে তারা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলতে পারতেন।’
দিল্লির আইনজীবী নিনা সিং এ বিষয়ে বলেন, ‘এ বিষয়ে ভারতের প্রধান বিচারপতির কাছে দ্রুতই লিখিত অভিযোগ দেওয়া হবে। শিখদের অপমান করে রায়ে যা উল্লেখ করা হয়েছে তা দ্রুত সংশোধন করতে হবে।’
বাংলা/এসএ