ছবি : সংগৃহীত
তিন সংস্করণের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু ওয়ানডের এক নাম্বার অলরাউন্ডার ও টি-২০এর দ্বিতীয় সেরা অলরাউন্ডার কে তালিকাতেই রাখছে না আইসিসি। তাদের র্যাঙ্কিং এ রাখেন নি সাকিব কে। টেস্টে আপাতত দেখা যাচ্ছে তাকে।
ভারত- বাংলাদেশ টি-২০ সিরিজ শেষে নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। সিরিজ শুরু হওয়ার আগে সাকিব আল হাসান দুইয়ে থাকলে ও এবার তিনি তালিকাতেই নাই। প্রথম বারের মতো টি-২০ তে শীর্ষে উঠেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। আর দুইয়ে আছেন গ্লেন ম্যাক্সওয়েল।
সাকিবের অনুপস্থিতে বাংলাদেশের টি-২০ সেরা অলরাউন্ডার মাহমুদউল্লাহ। বোলিং র্যাঙ্কিং এ নয়ে থাকা সাকিব কে পাওয়া যাচ্ছে না। ব্যাটিং র্যাঙ্কিং কে ও নেই সাকিব আল হাসান। ব্যাটিং এ তিনি ছিলেন র্যাঙ্কিং এর ৩২ এ।
ওয়ানডে র্যাঙ্কিং থেকেও কাটা পড়েছে সাকিবের নাম। এর আগে সাকিব ৩৯৪ পয়েন্ট নিয়ে ওয়ানডের র্যাঙ্কিং এ শীর্ষে ছিলেন। কিন্তু নতুন র্যাঙ্কিং এ ৩১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন বেন স্টোকস।
কিন্তু এখন পর্যন্ত টেস্ট অলরাউন্ডারের তালিকায় আছেন তিনি। বোলারদের মধ্যে আছেন ২০ নম্বর এ। আর ব্যাটিং এ আছেন ৩০ এ।
সাকিব ভক্তদের জন্য এটা অনেক কষ্টের। কিন্তু ২০১৮ থেকে ২০১৯ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ ছিলেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। তবে তাদের ক্ষেত্রে র্যাঙ্কিং এ এর কোন প্রভাব পড়েনি। হয়তো তাদের দেশ অস্ট্রেলিয়া থেকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল আইসিসি দেয়নি তাই র্যাঙ্কিং এ সমস্যা হয়নি।
এর আগে ডোপিং পরীক্ষায় সহোযোগিতা করার করনে এক বছরের জন্য নিষেধাজ্ঞা পাওয়া আন্দ্রে রাসেল কে ও সাকিবের মতো র্যাঙ্কিং এমন শাস্তি পেতে হয়নি।
বাংলাদেশের সবাই চাইলেও আইসিসি চাইছে না এক বছর সাকিব কে মনে রাখতে। তাই তাদের র্যাঙ্কিং থেকে সাকিবকে বাদ দিলো।
বাংলা/এনবি