ছবি : সংগৃহীত
আগেকার দিনে চুলে তেল মেখে গোসল করাই ছিলো অলিখিত নিয়ম। নারীরা চুলের সুরক্ষায় প্রজন্ম-প্রজন্মান্তরে এ নিয়মই মেনে চলতেন। এতে যেমন ঝরঝরে থাকতো চুল, তেমনি গোড়াও থাকতো শক্তপোক্ত। ফলে সহজে চুল ঝরার সমস্যা দেখা দিতো না। ভুগতে হতো না খুশকির সমস্যায়ও।
কিন্তু সময় পাল্টেছে। আধুনিক সময়ে এসে ধুলাবালি-দূষণ থেকে চুল রক্ষা করতে চুলের পরিচর্যায় যুক্ত হয়েছে নতুন নতুন উপাদান। শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার সিরাম, হেয়ার মাস্ক কতো কি! তবুও কিন্তু বদলায়নি তেলের প্রয়োজনীয়তা। আগে সাধারণত নারকেল তেলের ব্যবহার হলেও চুলের সমস্যার সমাধানে এখন ব্যবহার করা হচ্ছে নানান রকমের তেল।
চলুন দেখে নিই কোন তেলের উপকারিতা কী! সে অনুযায়ী বেছে নিতে পারবেন আপনার চুলের উপযোগী তেল।
ভৃঙ্গরাজ তেল : প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে বারবার উল্লেখ পাওয়া যায় ভৃঙ্গরাজের নাম। ভেষজ প্রক্রিয়ায় তৈরি সম্পূর্ণ প্রাকৃতিক এই তেলটি চুল পড়া বন্ধ করতে খুবই কার্যকরী। সেইসাথে মাথা ঠাণ্ডা রাখে তেলটি। চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে তা মজবুত করে তুলতেও ভৃঙ্গরাজের জুড়ি মেলা ভার। যাদের চুল ভেঙে ঝরে যায়, ভৃঙ্গরাজ তেল ব্যবহার করলে ফল মিলবে হাতেনাতেই!
নারকেল তেল : চুলের স্বাস্থ্য ঠিক রাখতে প্রথম পছন্দটির নাম নারকেল তেল। যে কোনো চুলের উপকারেই নারকেল তেল কাজে লাগে। তবে যাদের চুল রুক্ষ-জৌলুসহীন, তাদের নিয়মিত নারকেল তেল ব্যবহার করা উচিত। এটি চুলের আর্দ্রতা রক্ষা করে। সেইসাথে চুলে আনে বাড়তি উজ্জ্বলতা।
জোজোবা অয়েল : মাথায় স্বাভাবিকভাবে যে তেল বা সেবাম তৈরি হয়, তার সঙ্গে চরিত্রগত দিক থেকে জোজোবা তেলের অনেক মিল। এই তেল চুলের গভীরে ঢুকে যেতে পারে বিধায় চুলের আর্দ্রতা বজায় থাকে। জোজোবার মধ্যে থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ শুষ্ক স্ক্যাল্প, খুসকির সমস্যা দূর করে। আর খসখসে চুলেও জোজোবা তেল ব্যবহারে উপকার মিলে।
সুইট আমন্ড অয়েল : যাদের চুল সহজে লম্বা হয়না, তাদের সমস্যা সমাধানে আসবে সুইট আমন্ড অয়েল। আর রুক্ষ-অমসৃণ চুল বা খুসকির সমস্যা থাকলেও ব্যবহার করতে পারেন এই তেল। নিয়মিত আমন্ড তেল মাখলে চুল থাকে শক্তপোক্ত।
আর্গান অয়েল : যাদের চুল অতিরিক্ত স্টাইল করায় নষ্ট হয়ে গেছে, তাদের জন্য উপকারী ‘মরোক্কান তেল’ নামে পরিচিত আর্গান তেল। খসখসে-রুক্ষ ও ভঙ্গুর চুলে মাখুন এই তেল। চড়া রোদ চুলের যে ক্ষতি করে, তার সমাধানেও কার্যকর তেলটি। অন্যান্য তেলের মতো ভারী আর চটচটে না হওয়ায় প্রতিদিন মাখতে পারেন এই অর্গান অয়েল।
বাংলা/এসএ