ছবি : সংগৃহীত
বিশাখাপত্তমনে দেখা গেলো ‘রোহিত শর্মা শো’। ব্যাটিংয়ে যেন তিনি ঝড় তুলেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে প্রথম দিনেই সেঞ্চুরি করেন ভারতীয় ওপেনার। আর দ্বিতীয় দিনে ১৭৬ করে আউট হন তিনি।
এর পরই তাকে শুভেচ্ছা জানান পাকিস্তানের স্পিডস্টার শোয়েব আখতার। তিনি বলেন, “হিটম্যানের প্রতিভা চিনতে ভুল হয় নি আমার। ২০১৩ সালেই তার এ প্রতিভা চিনে নিয়েছিলাম। রোহিত শর্মার নামের পাশে ‘জি’ জুড়ে দেওয়ার পখে আমি। ‘জি’ মানে গ্রেট রোহিত শর্মা।”
বিশাখাপত্তমন টেস্টে ক্যারিয়ারের প্রথমবারের মতো ওপেনিং করতে নামেন তিনি। আর তাতেই বাজিমাত করে দিলেন রোহিত। খেললেন অসাধারণ এক ইনিংস।
তাকে নিয়ে ভবিষ্যদ্বাণীও করেছেন সর্বকালের সেরা দ্রুত গতির বোলার শোয়েব আখতার। তিনি বলেছেন, ‘ওয়ানডের পরে টেস্টেও ডাবল সেঞ্চুরি করবে রোহিত শর্মা। আর ভবিষ্যতে ৫ ম্যাচ টেস্ট সিরিজে ১০০০ রান করবে সে।’
ওয়ানডে ম্যাচে এখন পর্যন্ত তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা। বিশাখাপত্তনম টেস্টেও করে ফেলতেন, কিন্তু মাত্র ২৪ রানের জন্য তা মিস করেছেন তিনি। কিন্তু অদূর ভবিষ্যতে তা-ও করে ফেলবেন বলে মনে করেন শোয়েব আখতার।
বাংলা/এনবি/এসএ