ফাইল ছবি
আজ ২৫ সেপ্টেম্বর, ১০ আশ্বিন ১৪২৬, বুধবার। আয় বাড়বে সিংহ ও মিথুনের, অসুস্থ হতে পারেন কন্যা। এই দিনটি শুরু করার আগে এক নজর দেখে নেয়া যাক রাশিফল। যদিও অনেকেই রাশিফলকে বিশ্বাস করেন না।
মেষ : বিদেশের সঙ্গে তথ্যপ্রযুক্তির ব্যবসা করা যেতে পারে। বিদেশি তথা প্রবাসী বন্ধুদের সাহায্যে নতুন কাজে সুযোগ আসতে পারে। মায়ের স্বাস্থ্য ভালো নয়।
বৃষ : আয় ভালো নয়। প্রেম-রোমাঞ্চ শুভ। আত্মীয়র সাহায্য অব্যাহত থাকবে।
মিথুন : কর্মক্ষেত্রে বন্ধুদের সহযোগিতা অব্যাহত থাকবে। আয় বাড়বে। আইনি প্রমাণ বা দলিলপত্র আপনার পক্ষে থাকবে।
কর্কট : বিষয় সম্পত্তি নিয়ে আত্মীয়দের ওপর চাপ সৃষ্টি করতে পারবেন। তবে সংসারে কিছুটা ঝামেলা দেখা দিতে পারে। জমা টাকা শেষ হবে।
সিংহ : সুতা, মাংস জাতীয় ব্যবসা, বিদেশের সঙ্গে সম্পর্কিত থাকলে ভালো হবে। দ্বন্দ্ব এড়িয়ে চলুন। আয় বাড়বে।
কন্যা : কাজে পুরোপুরি মন বসবে না। নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা। অলসতা দূর করুন।
তুলা : বস্ত্রজাতীয় বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি পাবে। নতুন পুঁজি বিনিয়োগ হবে। বাড়ি ক্রয়ের পরিকল্পনা করবেন।
বৃশ্চিক : কর্মক্ষেত্রে কাজের ব্যস্ততা বাড়বে। বিদেশ ভ্রমণ ও আয় বৃদ্ধি হবে। অর্থ সঞ্চয় হবে।
ধনু : চাকরির স্থল বিদেশে বদলির সম্ভাবনা আছে। অলসতা থাকলেও আয় বাড়বে। সংসারে শান্তি বিরাজ করবে।
মকর : স্ত্রীর জন্য ব্যয় বাড়বে। পরিচিত ব্যক্তিরা কাজে সহযোগিতা করবে। ব্যবসার গতি বাড়বে।
কুম্ভ : ভ্রমণে সতর্কতা অবলম্বন করুন। দুর্ঘটনা যোগ আছে। কাজে সম্মান বাড়বে। সম্পর্ক বৃদ্ধি পাবে।
মীন : স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। নিজের শরীরের যত্ন নিন।
বাংলা/এনএস