ছবি : সংগৃহীত
প্রখ্যাত সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর চলে যাওয়ার বছর ঘুরতে না ঘুরতেই ফিরে আসছে তার রূপালি গিটার। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রবর্তক মোড়ে আজ ১৮ সেপ্টেম্বর, বুধবার রূপালি গিটারের ভাস্কর্যটি উদ্বোধন করা হবে।
চট্টগ্রাম সিটি কর্পোরশের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন আজ সন্ধ্যায় এটি উদ্বোধন করবেন বলে জানা গেছে। এর আগে, মঙ্গলবার সন্ধ্যা থেকেই ভাস্কর্যের চারপাশ থেকে কালো পর্দা সরিয়ে নেয়া হয়।
চট্টগ্রামের গোলপাহাড় থেকে প্রবর্তক মোড়ের দিকে যাওয়ার সময়ই চোখে পড়বে ৬ তারের ১৮ ফুট উঁচু এই গিটারটি। মঙ্গলবার থেকে এখানে সমবেত হতে থাকেন বাচ্চুভক্তরা। প্রিয় শিল্পীর প্রতি এই সম্মান প্রদর্শন করায় তারা চসিককে ধন্যবাদ জানিয়েছেন।
২০১৮ সালে নগরের গোলপাহাড় মোড় থেকে প্রবর্তক মোড় পর্যন্ত চারলেন বিশিষ্ট সড়কটির সৌন্দর্যবর্ধন, সবুজায়ন ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করে সিটি কর্পোরেশন। যৌথ উদ্যোগে এ সৌন্দর্যবর্ধনের কাজ করছে অডিওস ইঙ্ক ও স্ক্রিপ্ট। সেই চুক্তি আওতায় নির্মিত হয়েছে আইয়ুব বাচ্চুর রূপালি গিটারের আদলে এই গিটারটি।
বাংলা/এসএ