ছবি : ত্রিনিদাদ গার্ডিয়ান থেকে নেয়া
অ্যান্টিগায় শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। এ সিরিজে স্বাগতিকদের সহায়তায় এগিয়ে এসেছেন কিংবদন্তি ব্রায়ান লারা। নিজেদের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে দিনি উজ্জীবিত করার চেষ্টা করছেন জ্যাসন হোল্ডারের নেতৃত্বাধীন দলকে।
অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। জ্যামাইকার কিংস্টনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ৩০ আগস্ট।
সিরিজ প্রসঙ্গে উইন্ডিজ ক্রিকেট বোর্ডকে দেয়া এক সাক্ষাৎকারে লারা বলেন, ‘আমার মনে হয়, ছেলেদের ওপর মানসিকভাবে প্রভাব রাখতে পারব। যদি একটা লক্ষ্যে স্থির থাকা যায়, সেই প্রস্তুতিটা অনেক ভালোভাবে হয়। আমার মনে হয়, তরুণ ক্রিকেটারদের মানসিকভাবে আর একটু চাঙ্গা করার প্রয়োজন আছে।’
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ক্যারিবীয় ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতে প্র্যাকটিসে সময় দিতে ব্রায়ান লারা ও রামনরেশ সারওয়ানকে অনুরোধ জানায় উইন্ডিজ ক্রিকেট বোর্ড। উৎসাহের সঙ্গেই উত্তরসূরীদের উজ্জীবিত করার দায়িত্ব পালন করছেন লারা।
প্র্যাকটিসে দলের সবাইকে উজ্জীবিত মনে হয়েছে লারার, ‘আমি ক্যাম্পে এই দলকে যতটা দেখেছি, তাতে সবাইকে খুব উজ্জীবিত মনে হয়েছে। তরুণ ক্রিকেটাররা প্রচণ্ড পরিশ্রম করছে। সত্যি বলতে কোচ ফ্লোয়েড রিফার ও তার টিম একসঙ্গে খুব ভালো কাজ করছে।’
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আশা করি, আমার ক্রিকেট খেলার জ্ঞান, অভিজ্ঞতাগুলো ওদের সঙ্গে শেয়ার করতে পারব। আমাদের দলের তরুণরা অত্যন্ত প্রতিভাবান। এখন আমাদের কাজ হলো, ওদের ঠিক পথে চালিত করা।’
লারা আরও বলেন, ‘আমার মনে হয়, ঘরের মাঠে যেমন পারফরম্যান্স করে ইংল্যান্ডকে হারিয়েছিলাম, সে কথা মাথায় রেখে নামা উচিত। আমাদের ভালো কিছু করতে গেলে বিদেশের আগে নিজেদের দেশের মাঠে জয়ের ভিত গড়তে হবে।’
অ্যান্টিগা টেস্টেই বোঝা যাবে লারার পরামর্শ কতটা কাজে লাগাতে পারছে হোল্ডারের দল।
বাংলা/এসএ