ছবি : সংগৃহীত
ঢাবি প্রতিনিধি :
বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত শোকের মাস আগস্ট পালনের অংশ হিসেবে শুক্রবার বিকেলে 'পিতার কাছে চিঠি' নামে এক অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কাছে চিঠি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াইশো শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা একটি সাদা পৃষ্ঠায় বঙ্গবন্ধুর প্রতি তাদের মনে জমে থাকা অব্যক্ত কথামালা লিখেন। চিঠির ডাক টিকিটে বঙ্গবন্ধু ঠিকানায় লেখা ছিল বাংলাদেশ এবং পোস্ট কোড নং ছিল ১৯৭১। পরে চিঠিগুলো এক সাথে ফানুসের মাধ্যমে করে বঙ্গবন্ধুর আত্মাকে লক্ষ্য করে আকাশে উড়িয়ে দেয়া হয়।
বঙ্গবন্ধুর কাছে চিঠি লেখা অনুষ্ঠানে অংশগ্রহণকারী ঢাবি বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শারমিন শান্তি বলেন, ‘আমরা বঙ্গবন্ধুকে দেখিনি। আজকে ছাত্রলীগের অনন্য এক উদ্যোগের মাধ্যমে আমরা আজ বঙ্গবন্ধুর কাছে চিঠি লিখতে পেরেছি। আশাকরি বঙ্গবন্ধু আমাদের এ চিঠি পড়ে আমাদের দাবিগুলো পূরণ করতে পারবে।’
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর কাছে চিঠি লিখেছি। আশাকরি, বঙ্গবন্ধুর অদৃশ্য আত্মা আমাদের চিঠি পড়বে। তিনি আমাদের সমস্যাগুলো তার কন্যা শেখ হাসিনার মাধ্যমে পূরণ করবে।’
বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল ইসলাম শোভন বলেন, ‘এদেশের প্রতিটি তরুণই এক একজন বঙ্গবন্ধু। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে খুনিরা ভেবেছিলো তার নাম ইতিহাস থেকে মুছে দেবে। কিন্তু জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস বলেন, ‘পিতা মুজিবের নিকট আমাদের যে দাবি দাওয়া আছে তা আমরা চিঠিতে লিখে ফানুসের মাধ্যমে উড়িয়ে দিব। আমরা আশা করব এই চিঠিটি বঙ্গবন্ধুর কাছে পৌঁছে দিব। আমরা আশা করব বঙ্গবন্ধু আমাদের চিঠি পড়ে বেহেশত থেকে তার কন্যা শেখ হাসিনাকে এসব দাবি পূরণ করবে।’
অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন পরিচালনা করেন। এতে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।