ছবি : সংগৃহীত
গত ৫ জুলাই মুক্তি পেয়ছে সাইফ চন্দন পরিচালিত ও চিত্রনায়ক নিরব অভিনীত সিনেমা ‘আব্বাস’। সিনেমাটি দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। মন্দা সময়ে সিনেমাটি নতুন আশা জাগিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে ‘আব্বাস’ এর সাফল্যে বৃহস্পতিবার (১ আগস্ট) বনানীর একটি রেস্তোরাঁয় সাকসেস পার্টির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক নেতা এমডি ইকবাল, কণ্ঠশিল্পী ইমরান, সংগীত পরিচালক আহমেদ হুমায়ূন। এছাড়া গণমাধ্যমের সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নিরব বলেন, ‘একটি সাকসেসফুল সিনেমার অংশ হতে পেরে সৌভাগ্যবান মনে করছি। যে কষ্ট করে ছবিটা করেছি, সাফল্যের মুখ দেখেছি সেজন্য আর কষ্ট লাগছে না। শুরু থেকে সংবাদকর্মীরা ‘আব্বাস’ সাপোর্ট করেছেন এজন্য তিনি প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।’
সাইফ চন্দন বলেন, ‘আব্বাস অনেক বেশি বাজেটের ছবি নয়। কম টাকায় ভালো ছবি নির্মাণ করা যায়, সেটির প্রমাণ ‘আব্বাস’। এর সঙ্গে বিভিন্ন স্পন্সর কোম্পানি পাশে দাঁড়িয়েছে, ডিজিটাল রাইটস, হলের ব্যবসা সবকিছু মিলিয়ে আব্বাস ব্যবসায়িকভাবে সফল সিনেমা। যারা শুরু থেকে পাশে ছিলেন তাদের কাছে কৃতজ্ঞতা জানাই।’
উল্লেখ্য, ‘আব্বাস’ সিনেমায় প্রথমবার জুটিবেঁধে অভিনয় করেছেন নিরব ও সোহানা সাবা। সিনেমাটি প্রযোজনা করেছে ঢাকা ফিল্মস অ্যান্ড এন্টারটেইনমেন্ট।