ছবি : পার্স টুডে থেকে নেয়া
ইয়েমেনকে ভেঙে দুটি দেশ করার পরিকল্পনা করছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি বর্তমান ইয়েমেনকে ভেঙে ১৯৯০ দশকের আগের অবস্থায় অর্থাৎ উত্তর ও দক্ষিণ ইয়েমেনে বিভক্ত করার চেষ্টা চালাচ্ছে। এর মাধ্যমে দেশ দুটির একটি অংশের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাই আমিরাতের প্রধান উদ্দেশ্য।
সম্প্রতি ইরান ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা পার্স টুডে এমন খবর প্রকাশ করে।
ওই খবরে বলা হয়, সেই লক্ষ্য সংযুক্ত আরব আমিরাত ২০১৭ সালের মে মাসে দক্ষিণাঞ্চলীয় অন্তর্বর্তী পরিষদ গঠন করে এবং এডেন বন্দরের ক্ষমতাচ্যুত সাবেক গভর্নর ইদ্রিস আয্ যাবিদিকে এ পরিষদের প্রধান করা হয়। ইয়েমেনের পদত্যাগী সরকারের প্রধানমন্ত্রী মানসুর হাদি ক্ষমতাচ্যুত করেছিলেন ইদ্রিস আয্ যাদিবিকে। বর্তমানে আমিরাত সরকার তাদের অনুগত ব্যক্তিদেরকে দিয়ে গুরুত্বপূর্ণ বন্দর নগরী এডেনের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে।
এদিকে আমিরাত যুবরাজের সাবেক উপদেষ্টা আব্দুল হক আব্দুল্লাহ বলেন, তার দেশ ইয়েমেনকে বিভক্ত করার চেষ্টা চালাচ্ছে। গত সোমবার টুইটার বার্তায় তিনি বলেন, ‘আজ থেকে ঐক্যবদ্ধ ইয়েমেন বলতে আর কিছু থাকবে না।’
আমিরাতের যুবরাজের সাবেক এ উপদেষ্টার এ ধরণের বক্তব্যের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল এরিয়ানা।
এ বিষয়ে মোয়াম্মার আল এরিয়ানা বলেন, ‘ইয়েমেনের ভৌগোলিক অবস্থান আলোচনার বিষয় হতে পারে না। এটা আমাদের জন্য আত্মমর্যাদার প্রশ্ন এবং ইয়েমেনের জনগণ তা মেনে নেবে না।’
এছাড়াও ইয়েমেনের একজন আইনজীবী মোহাম্মদ আল মাসুরি বলেন, ‘আমিরাতের ওই সাবেক কর্মকর্তার বক্তব্য থেকে বোঝা যায়, তারা ইয়েমেনকে খণ্ড-বিখণ্ড করার জন্যই এসেছে।’
তবে,সম্প্রতি আমিরাত দেশটি থেকে সেনা প্রত্যাহার কিংবা সেনা সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে। ধারণা করা হচ্ছে আমিরাত তাদের অনুগত মিলিশিয়া বাহিনীদেরকে দিয়েই ইয়েমেনকে বিভক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। অন্যদিকে সৌদি আরব বিমান হামলা বাড়িয়ে দিলেও ইয়েমেনে লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় তারা এই যুদ্ধের চোরাবালি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে।
বাংলা/এনএস