সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
ক্রিকেটার হিসেবে প্রায় সব অর্জনই ছোঁয়া হয়েছে তার। তাই বাংলাদেশ ক্রিকেটের রেকর্ডবয় নামে পরিচিত সাকিব আল হাসান। আর এবার জানালেন, অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জিতলে তা হবে তার ক্যারিয়ারের সেরা অর্জন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মূল অতিথি হিসেবে এমন অভিমত ব্যক্ত করেন সাকিব।
সদ্য সমাপ্ত বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে সাকিব বলেন- আমরা ভালো খেলেছি। তবে আমার মনে হয় এই পারফরম্যান্সে কেউ খুশি নয়। সাকিব মনে করেন তরুণ খোলোয়াড়দের ঠিকমতো দেখভাল করলে আগামী বিশ্বকাপে দল আরো ভালো করবে।
অন্যরা খারাপ করলেও এই বিশ্বকাপে নিজের ছাঁয়া হয়েই ছিলেন সাকিব। ব্যাট হাতে ৬০৬ রানের পাশাপাশি বল হাতে পেয়েছিলেন ১১ উইকেট। তবে অন্যদের ব্যর্থতায় টেবিলের ৮ নম্বর স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।
আগামী বিশ্বকাপে ভালো করার প্রত্যয় ব্যক্ত করে সাকিব বলেন- এখনকার খোলোয়াড়রা আগামী ৪ বছর থাকবে। তাদের সব ধরনের সুযোগ সুবিধা দিতে হবে। ভালো খেলুক বা খারাপ খেলুক সবসময় পাশে থাকতে হবে । এখন থেকে তাদের নিযে কাজ করলে চার বছর পর ভালো একটা ফল পাওয়া যাবে।
বাংলা/কেআই