ছবি: সংগৃহীত
ঈদুল আজহায় মুক্তির প্রতীক্ষায় আছে চিত্রনায়ক রোশান অভিনীত ‘বেপরোয়া’ ছবিটি। এই ছবিতে রোশানের বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে।
ছবিটি নিয়ে রোশান বাংলা’কে বলেন, ‘আমার কাছে মনে হয়, আধুনিক সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে সেরা অ্যাকশন ছবি হতে যাচ্ছে ‘বেপরোয়া’। এতটুকু বলতে পারি ছবিটি দেখলে অবশ্যই সবাই পছন্দ করবে। আসলে পছন্দ না করার কোনো কারণই নেই। গল্প, নির্মাণ সব কিছুই খুব ভালো হয়েছে। এটি পরিবার নিয়ে দেখার মতো একটি ছবি। ছবিটির সফলতার বিষয়ে আমি অনেক আশাবাদী।’
রোশান ও ববি ছাড়াও ‘বেপরোয়া’ ছবিতে আরো অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুল আলম সাচ্চু, তারিক আনাম খান প্রমুখ।
বাংলা/এমটি