ছবি : পার্স টুডে থেকে নেয়া
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের ইরানি ড্রোন ধ্বংস করার দাবিকে ডাহা মিথ্যাচার বলে মন্তব্য করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মার্কিনি দাবি যে মিথ্যা ও ভিত্তিহীন তা প্রমাণে জন্য গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ প্রকাশ করে আইআরজিসি।
আইআরজিসি'র জনসংযোগ বিভাগ ভিডিও ফুটেজ প্রকাশ করে বলে, ‘আমেরিকা যে মিথ্যা বলছে তা সবার সামনে তুলে ধরতেই এই ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে।’ এমন খবর প্রকাশ করে খবর পার্স টুডে।
আরো বলা হয়, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি ড্রোন ধ্বংসের যে দাবি করেছেন তা ডাহা মিথ্যাচার। ট্রাম্প যে ড্রোনটি ধ্বংসের দাবি করেছেন সেটি মার্কিন রণতরী ইউএসএস বক্সারের ছবি ও ভিডিও করার পর নিরাপদে ফিরে এসেছে।’
আইআরজিসি জানায়, হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস বক্সারের প্রবেশের সময় থেকে পরবর্তী তিন ঘন্টা ধরে সেটাকে পর্যবেক্ষণ করে ইরানি ড্রোন।
প্রকাশিত ভিডিও ফুটেজে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস বক্সারের হরমুজ প্রণালীতে প্রবেশের সময় এবং এর আগে ও পরের দৃশ্য রয়েছে। ইরানি ড্রোনের তোলা ফুটেজে দেখা যাচ্ছে ট্রাম্প ড্রোনটি ধ্বংসের দাবি করার পরও সেটি মার্কিন যুদ্ধজাহাজের ছবি তুলে তা কেন্দ্রে প্রেরণ করেছে এবং মিশন শেষ করে ড্রোনটি ঘাঁটিতে ফিরেছে। মার্কিন বাহিনী নিজেদেরই কোনো ড্রোন ধ্বংস করে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে ইরান।
প্রসঙ্গত, বৃহস্পতিবার একটি ইরানি ড্রোন ধ্বংস করার দাবি করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই ড্রোনটি মার্কিন জাহাজের এক হাজার গজের মধ্যে চলে আসার পর যুদ্ধ জাহাজ ইউএসএস বক্সার প্রতিরক্ষামূলক পদক্ষেপের অংশ হিসেবে এটি ভূপাতিত করে বলে বিবৃতি দেন তিনি।
বাংলা/এনএস