ছবি : সংগৃহীত
বিশ্বকাপ শেষে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল। রবিবার বিকেলে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফেরে টাইগাররা। তবে পুরো দল এক সঙ্গে ফেরেনি। ছুটি কাটাতে ইংল্যান্ডে থেকে গেছেন সাকিব আল হাসান, সাব্বির রহমান, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।
শনিবার ইংল্যান্ডের স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিট (বাংলাদেশ সময় ভোর ৩টা ২০ মিনিট) দেশের উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশ দল। রবিবার বিকেল ৫টা ২০ মিনিট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টাইগারদের বহনকারী বিমান।
বিশ্বকাপে ১০ দলের মধ্যে শেষ পর্যন্ত ৮ম হতে হয়েছে বাংলাদেশকে। ৯ ম্যাচে ৩টিতে জিতেছে মাশরাফি বিন মোর্ত্তজার দল।