হুসেইন মুহাম্মদ এরশাদ। ছবি : সংগৃহীত
জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছেন, হুসেইন মুহাম্মদ এরশাদের অবস্থা সংকটাপন্ন, তবে উনি এখনও জীবিত। রবিবার রাত ১১ টার দিকে সাংবাদিকদের এ কথা জানান জিএম কাদের।
এর আগে রবিবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, এরশাদের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। এই মুহূর্তে তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।
কিন্তু সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ‘মৃত্যুর গুজব’ ছড়িয়ে পড়ে। মন্ত্রী, এমপি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ফেসবুক স্ট্যাটাসে এবং অখ্যাত অনলাইন পোর্টালে তার মৃত্যুর সংবাদও প্রকাশ করেছে।
এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, ‘সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তিনি এখনো অক্সিজেন সাপোর্টে আছেন। তাকে লাইফ সাপোর্ট দেয়ার দরকার হয়নি।’
এদিকে গত বৃহস্পতিবার পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা জাতীয় সংসদে বলেছিলেন, অর্থের অভাবে হুসেইন মুহম্মদ এরশাদের চিকিৎসা করা সম্ভব হচ্ছে না।
ওই বক্তব্যের প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে মহাসচিব রাঙ্গা বলেন, ‘সংসদে বলা আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে মিডিয়াতে। আমি মূলত বিএনপি নেতা হারুনের বক্তব্যের প্রেক্ষিতে বলেছিলাম, এরশাদকে দুর্নীতিবাজ প্রমাণ করার জন্য বিএনপির দেশে-বিদেশে গোয়েন্দা সংস্থা লাগিয়েছিলেন। কিন্তু কোনো দুর্নীতি খুঁজে পাননি। আল্লাহ বিচার দুনিয়াতে করে দেখায়। খালেদা জিয়া আজ দুর্নীতির দায়ে জেলে আছেন। অথচ এরশাদ দুর্নীতি না করায় তার চিকিৎসার জন্য তার নিজের কাছে কোন অর্থ আজ নেই।'