ছবি : সংগৃহীত
রিমি করিম, এরইমধ্যে অভিয়ের নৈপুণ্যে দেখিয়ে ছোট-পর্দায় নিজের ভালো একটি অবস্থান তৈরি করে নিয়েছেন। বর্তমানে টেলিভিশনের জনপ্রিয় মুখ এই অভিনেত্রী। খন্ড নাটক আর ধারাবাহিক নাটকে অভিনয় নিয়েই চলছে রিমির ব্যস্ততা। পাশাপাশি বিজ্ঞাপনের মডেল হিসেবেও দেখা যাচ্ছে তাকে।
সম্প্রতি নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন রিমি করিম। নাম 'চাটাম ঘর'। এটি রচনা করেছেন মোহাম্মদ মামুন আর রশীদ আর পরিচালনা করেছেন অভিনেতা-নির্মাতা শামীম জামান। নাটকটি সপ্তাহে প্রতি মঙ্গল-বুধবার রাত ৯ টা ৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হচ্ছে।
এ প্রসঙ্গে রিমি করিম বলেন, 'বেশ সুন্দর একটি গল্পের ধারাবাহিক নাটক এটি। আমার চরিত্রটিও চৎমকার। এ বিষয়ে এখনই কিছু বলতে চাই না। নাটকটি টিভি পর্দায় দেখলেই দর্শকরা বুঝতে পারবেন।'