ছবি: সংগৃহীত
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর বায়োপিক নির্মাণ করতে যাচ্ছেন ভারতীয় পরিচালক শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধু চরিত্রে কে অভিনয় করবেন সেটা এখনও নির্ধারণ করা হয়নি। তবে একাধিক সূত্র থেকে জানা গেছে, এই চরিত্রটির জন্য দেশের খ্যাতিমান অভিনেতা আহমেদ রুবেলকে ভাবা হচ্ছে।
এ প্রসঙ্গে আহমেদ রুবেল জানান, বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করার জন্য তার সঙ্গে কথা বলা হয়েছে। কিন্তু বিষয়টি একেবারেই প্রাথমিক পর্যায়ে। শেষ পর্যন্ত অন্য কিছুও হতে পারে। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহম্মদ আজহারুল হক বলেন, ‘অভিনেতা আহমেদ রুবেলের নাম আমিও শুনেছি। নামটি আলোচনায় এসেছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়।’
উল্লেখ্য, আহমেদ রুবেল এর আগেও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র গেরিলা’য় শহীদ মুক্তিযোদ্ধা গীতিকার আলতাফ মাহমুদের চরিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন।