ছবি : সংগৃহীত
বোমা ও বিমান হামলার কারণে ঘরবাড়ি বিধ্বস্ত। এরই মাঝে পবিত্র রমজান মাসে একসঙ্গে ইফতার করছেন ফিলিস্তিনিরা। সম্প্রতি গাজা উপত্যকা থেকে তোলা ইফতারের মুহূর্তের বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। ছবিগুলোতে দেখা গেছে, খোলা আকাশের নিচে ধ্বংসস্তূপের মাঝে ইফতার করছেন অনেক ফিলিস্তিনি পরিবার।
দেশটির হামাস এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনিদের বহু বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। ইফতারের সময় সেই ভেঙে পড়া বাড়ি-ঘরের সামনেই বড় টেবিল পেতে ইফতার করছেন শিশু, বৃদ্ধ, পুরুষ এবং নারীরা।
তাদের মাথার ওপর এক টুকরো ছাদও নেই। খাবার আর পানির সংকটও রয়েছে। তবুও তারা ধৈর্য্যহারা না হয়ে এমন পরিস্থিতিতেও সাহস নিয়ে বেঁচে আছেন। বিভিন্ন পরিবারের সবাই মিলে এক সঙ্গে ইফতার করছে।
চলতি রমজানে এসব মুসলিমরা পড়েছেন প্রচণ্ড খাদ্য সঙ্কটে।
বিবিসি জানায়, সাম্প্রতিক বছরগুলোতে দুই পক্ষের মধ্যে হওয়া সহিংসতার মাত্রা বেড়েই চলছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার বাহিনীকে রকেট হামলা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।