ছবি : সংগৃহীত
প্রচণ্ড তাপমাত্রায় গায়ে ঠাণ্ডা বাতাস লাগাতে কার না ভালো লাগে। তাই গরমের হাত থেকে রক্ষা পেতে অনেকের ঘরেই রয়েছে ফ্যান। তবে অনেক সময় তাপমাত্রা বেশি থাকলে ফ্যানেও কাজ হয় না। এজন্য অনেকেই রুমে শীততাপ নিয়ন্ত্রিত (এসি) যন্ত্র ব্যবহার করে থাকেন। তবে এসি ছাড়াও বেশ কিছু ঘরোয়া উপায়ে ঘর ঠাণ্ডা রাখা যায়।
চলুন তবে জেনে নেওয়া যাক ঘর ঠাণ্ডা রাখার উপায়-
১। ঘরে কাচের জানলা থাকলে মোটা পর্দা দিন। পর্দাটা যেন গাঢ় রঙের হয়। গরমের সময় হালকা রঙের পর্দা একদম নয়।
২। বাজার থেকে খসের পর্দা কিনে নিয়ে আসুন। জানলায় লাগিয়ে দিন। মাঝে মধ্যেই পানি দিয়ে ভিজিয়ে রাখুন।
৩। প্রয়োজন ছাড়া ঘরের আলো জ্বালাবেন না। ঘরে বাল্বের বদলে টিউব লাইট ব্যবহার করুন। এতে ঘর ঠাণ্ডা থাকবে।
৪। ঘর মোছার সময় পানির মধ্যে কিছুটা পরিমাণ লবণ ঢেলে দিন। লবণ পানিতে ঘরের তাপমাত্রা সঠিক থাকবে।
৫। ঘরের মধ্যে গাছ রাখলে তাপমাত্রা ঠাণ্ডা থাকে। এজন ঘরের মধ্যে গাছ রাখুন।