প্রত্যেকেই চায় তার একজোড়া সুন্দর ঠোঁট। যা তাদের হাঁসিকে করে তুলতে পারে আরো আকর্ষণীয় ও সুন্দর। তাহলে চলুন জেনে নিই মাত্র এক মিনিটে কিভাবে আমাদের ঠোঁট কালো থেকে গোলাপী ও সুন্দর করতে পারি।
উপকরণ:
১- মধু ২ চামচ
২- অলিভ অয়েল ২ চামচ
৩- চিনি ২ চামচ
প্রস্তুত প্রণালি:
একটি পাত্রে মধু, চিনি ও অলিভ অয়েল ভালো করে মিশিয়ে একটি প্যাক তৈরী করে নিন।
ব্যবহার পদ্ধতি:
আপনার ঠোঁটে প্যাকটি লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা করে ম্যাসাজ করুন এবং পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন ১ মিনিটেই আপনার ঠোঁট গোলাপী হয়ে গেছে।